এক রাতেই পৃথক দুই জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর সদর ব্লকে

0
55

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

একই রাত্রে তালা কেটে ব্যাংক ও একটি সরকারি অফিসে চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের প্রাথমিক শিক্ষা দফতরের সদর গ্রামীণ চক্রের অফিসে, এর পরে সেখান থেকে কিছুটা দূরে থাকা একটি ব্যাংকে তালা কেটে চুরি হয়েছে।

theft | newsfront.co
নিজস্ব চিত্র

দুটি ঘটনাই ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকাতে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদর গ্রামীণ চক্রের অফিস কঙ্কাবতী এলাকাতে। সোমবার অফিস টাইমে অফিস খুলতে গিয়ে কর্মী প্রশান্ত দে দেখেন-অফিসের প্রধান দরজার তালা কেটে পড়ে রয়েছে। ভেতরে ঢুকে দেখেন অফিসের প্রতিটি রুমের দরজা খোলা। ভেতরে থাকা আলমারি, লকার, বাক্স সবই লন্ডভন্ড।

আরও পড়ুনঃ বিশেও উন্নয়নের দেখা মিলল না সীমান্তের পিরোজপুর-বাজিতপুরে

কর্মীরা ভেতরে ঢুকে খতিয়ে দেখেন কম্পিউটার বা কোন সামগ্রী চুরি যায়নি। তবে কোনো নথি চুরি হয়েছে কিনা তার খোঁজ শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে হাজির হয় গুড়গুড়িপাল থানার পুলিশ।অপর ঘটনাটি ঘটেছে এই অফিস থেকে দুশো মিটার দূরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। একইভাবে ওই ব্যাংকের প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেছিল চোরেরা।

আরও পড়ুনঃ খড়িবাড়িতে হাতির তান্ডব, এলাকায় চাঞ্চল্য

বিভিন্ন জিনিস লন্ডভন্ড করা হয়েছে। তবে কোন টাকা বা কিছু চুরি হয়েছে কিনা সেগুলি খতিয়ে দেখছে গুড়গুড়িপাল থানার পুলিশ। উল্লেখ্য, একদিন আগেই রবিবার ভোরে মেদিনীপুর শহরে থাকা একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। সিসিটিভিতে চোরের ছবি ধরা পড়লেও চোর অধরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here