সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মহেশতলা থানার অন্তর্গত কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। যেমনটা জানা গেছে “স্বর্ণমন্দির জুয়েলার্স” নামে একটি সোনার দোকানে সিসি টিভি ক্যামেরার প্রমাণ অনুযায়ী একটি চোরের দল সোনার দোকানের সাটার ভেঙে নগদ আনুমানিক সাত লক্ষ টাকা এবং প্রায় এক থেকে দেড় কেজি সোনা নিয়ে চোরেরা পালিয়ে যায়।
আজ সকালে ওই দোকান ঘরের গৃহকর্তা দেবেন্দ্রনাথ সাধুখাঁর পুত্রবধূ বাইরে বেরিয়ে দেখেন দোকানের সাটার নামানো থাকলেও সাটারের বাইরে তালাগুলি পড়ে রয়েছে। সেটি দেখামাত্রই তাদের ভাড়াটে সোনার দোকানের মালিক বিকাশ কর্মকার কে ফোনের মাধ্যমে জানানো হয় তার দোকানে চুরি হয়ে গেছে।
চোরেরা যাওয়ার সময় দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ যাতে কোনভাবে হাতে না আসে তার জন্য হার্ডডিক্স খুলে নিয়ে চলে গিয়েছে। যদিও পাশের মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজে একটি চোরকে সম্পূর্ণ কাপড় মুড়ি দেওয়া অবস্থায় দেখা গেলেও পরবর্তী সময়ে সেই সিসিটিভি ক্যামেরাটাও ভেঙে দেওয়া হয় ৷
আরও পড়ুনঃ নয়া বিড়ি আইনের প্রতিবাদে সুতিতে অবরোধ বিক্ষোভ
এর ফলে কতজন চোর এসেছিল তা সঠিকভাবে বলা না গেলেও এত বড় চুরি কোন একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন মহেশতলা থানার তদন্তকারী অফিসারেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584