মনিরুল হক, কোচবিহারঃ
বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে প্রায় ছয় ভরি সোনা ও নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে।
খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। পরে ওই বাড়ির মালিকের সাথে কথা বলে দুষ্কৃতীদের গ্রেফতার করার আশ্বাস দেয় পুলিশ।
বাড়ির সদস্য জানান, “রাতে খাওয়াদাওয়া করে পাশের ঘরে ঘুমাতে যায়। পরে রাতে একবার ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলাম। তখন সব ঠিকঠাক ছিল। তারপর সকালে ঘুম থেকে উঠে ঘরের তালা খুলে দেখতে পাই আলমারির লকার ভাঙা। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।”
আরও পড়ুনঃ মিড-ডে মিলে বরাদ্দের চেয়ে কম খাদ্যশস্য দেওয়ার অভিযোগ ভগবানগোলায়
এবিষয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় বলেন, “সোমবার ভোর রাতে কোচবিহার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই আমরা চুরির ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এই চুরির ঘটনায় যুক্ত দোষীরা ধরা পড়বে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584