নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জটেশ্বরে। ঘটনাটি ঘটেছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুল সংলগ্ন বেলতলী রোড এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম শিবেন দাস।

জানা গিয়েছে, ওই ছোট দোকানের তালা ভেঙে চুরি করা হয়েছে বহু জিনিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, চুরি যাওয়া জিনিস গুলির আনুমানিক মূল্য হাজার পাঁচেক টাকা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলেও ওই ব্যবসায়ী জানান।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে শিবেন বাবু দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি দেখেন দোকানের ভেতর লন্ডভন্ড দশা। বহু জিনিসের হদিশ নেই।এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শিবেন দাস বলেন, “ধার দেনা করে মাল তুলেছিলাম। এখন মহাজনের ঋণ কিভাবে শোধ করব জানা নেই।”
আরও পড়ুনঃ পরিবর্তন যাত্রা ঘিরে পুলিশের সাথে বচসা, বেলডাঙায় পথ অবরোধ বিজেপির
অন্যদিকে, যে স্থানে ঘটনাটি ঘটে সেটির সামনেই জটেশ্বর হাই স্কুল। ফলে জনবহুল এলাকায় এরকম ঘটনা ঘটায় এককথায় হতবাক স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584