নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গোটা দেশে যখন লকডাউন চলছে ঠিক সেই সময়ে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা সংলগ্ন একটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে শামুকতলা থানার ঢিপধোড়া এলাকার একটি ছোটো দোকানে চুরির ঘটনা ঘটে ।

জানা যায়, দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। শনিবার সকালে দোকানের মালিক শুকুর আলি মিঞা প্রতিবেশীদের থেকে খবর শুনে এসে দেখে, দোকানের পাল্লা ভেঙ্গে, ভেতর থেকে সব জিনিস নিয়ে চম্পট দেয়, আর দোকানের ভেতর লণ্ডভণ্ড হয়ে পরে আছে।

এই পরিস্থিতি দেখা মাত্রই শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেন শুকুর আলি মিঞা।একে লক ডাউন চলছে, তার উপর সাধারণ মানুষের রোজগারের রাস্তা সবই বন্ধ হয়ে মানুষ এখন গৃহবন্দি।
আরও পড়ুনঃ বাজারকে জীবাণুমুক্ত করতে রাসায়নিক স্প্রে গড়বেতায়

এমন অবস্থায় শামুকতলা থানা থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলা এলাকায় ।পাশাপাশি এই ঘটনায় স্থানীয় মধ্যেও যথেষ্ট আতংক দেখা দিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584