নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের প্রাচীনতম পঞ্চানন্দ মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
![unlocked key | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2021/03/unlocked-key.jpg)
![temple | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2021/03/temple-1.jpg)
স্থানীয় সূত্রে জানাযায়, রাত দুটো নাগাদ এলাকার মানুষ দেখে যে কয়েকজন যুবক মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে। তখন কিছু ব্যক্তি এগিয়ে গেলে দেখতে পায় যে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।
![shivprasad chakraborty | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2021/03/locals.jpg)
চিৎকার করাতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানান এলাকাবাসীরা। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা যায় যে মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার মন্দিরের অলংকার এবং প্রণামী বাক্স খোয়া গেছে।
আরও পড়ুনঃ বিধাননগরে এক ব্যক্তিকে ছুরি মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়
ইতিমধ্যে পাঁশকুড়া থানায় খবর দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। অন্যদিকে সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584