নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকে খাড়কল্যাণপুর গ্রামে শীতলা মায়ের মন্দিরে অন্ধকারের সুযোগ নিয়ে ভিতর থেকে তালা ভেঙে শীতলা মূর্তির গায়ের গয়না চুরি করে পালিয়ে যায় একদল চোর। পালানোর পথে টাকা পয়সা বের করে জঙ্গলের মধ্যে মন্দিরের প্রণামী বাক্স ফেলে দিয়ে পালায়।
মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিল বলে জানায় মন্দিরের সেক্রেটারি অনুপম দাস মহাপাত্র। ওই মায়ের মন্দিরে একজন সেবিকা গত ১০ বছর ধরে কাজ করে আসছেন।
আরও পড়ুনঃ ইসলামপুর থানার ওসির নেতৃত্বে চলল বোমা সার্চিং অপারেশন
ওই সেবিকা সোমবার সকালে প্রতিদিনের মতো মায়ের মন্দিরে কাজ করতে যায় ৷ গিয়ে দেখে দরজার তালা ভাঙা রয়েছে, মন্দিরের অন্দরে গিয়ে দেখে মায়ের সমস্ত গয়না লুটপাট হয়ে গিয়েছে।
তারপরে সেই সেবিকা মন্দির কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানায়। ঘটনার কথা জানাজানি হতেই গ্রামবাসীরা দ্রুত সেই স্থানে এসে দেখে ঘটনাটি সত্য । তৎক্ষণাৎ মন্দির কর্তৃপক্ষ পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584