নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে ৷
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করে পাশেই বাড়িতে যান মন্দিরের পুরোহিত ৷বুধবার সকালে যখন মঙ্গল আরতি করার জন্য মন্দিরের সেবকরা ভোর চারটের সময় মন্দিরে আসেন, তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুরপাড়ের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারির সব জিনিসপত্র উলটপালট করা ৷
ঠাকুরের সোনার গহনা, রূপোর বাঁশি,মুকুট, চুরি হয়েগেছে ৷ চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় তমলুক থানার পুলিশকে ৷ জানা গিয়েছে, চুরি হওয়া গয়না সামগ্রীর মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ৷
পাশাপাশি মন্দিরের কিছু নগদ অর্থ সহ প্রণামী বাক্স চুরি হয়ে গেছে। যদিও মন্দিরের তরফ থেকে জানানো হয় মন্দির চত্বরে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না ৷
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় হাতির তান্ডবে জখম ২
তমলুক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ তমলুক শহরের একদম প্রাণকেন্দ্রেই অবস্থিত এই মন্দির, মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে উপ সংশোধনাগার,কোর্ট, সহ আরো গুরুত্বপূর্ণ দপ্তর ৷ স্বভাবতই এই এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584