নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে চুরির ঘটনা ঘটে। চুরির পরে দুষ্কৃতীরা এটিএম কাউন্টারে আগুন লাগিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দেয় ।পুলিশের প্রাথমিক অনুমান চুরির পরে প্রমাণ লোপাট করতেই আগুন লাগিয়ে থাকতে পারে।
মেদিনীপুর শহরের কুইকোটা বাজার এলাকাতে প্রধান রাস্তার পাশেই দুটি ব্যাংকের দুটি এটিএম কাউন্টার রয়েছে। একটি অ্যাক্সিস ব্যাঙ্ক ও অপরটি এসবিআই ব্যাংকের । বৃহস্পতিবার সকালে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার পরিষ্কার করতে গিয়ে শাটার তুলতেই সাফাই কর্মী দেখতে পান পুরো এটিএম মেশিনটি পুড়ে কালো হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি খবর দেন বিভাগীয় দপ্তরে।
আরও পড়ুনঃ জলঙ্গিতে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার
খবর পেয়ে সেখানে হাজির হয় কোতয়ালী থানার পুলিশ। পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় এটিএম মেশিন ভাঙা এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাউন্টারের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে কালো হয়ে গিয়েছে। নিরাপত্তা রক্ষীর বর্ণনা অনুসারে ঘটনার পর সকাল বেলা বাইরে থেকে এটিএম এর শাটার লাগানো ছিল। পাশেই দুটি তালা অক্ষত অবস্থায় খোলা পড়েছিল।
আরও পড়ুনঃ কৃষি দপ্তরের উদ্যোগে মহিলা স্বনির্ভর দলকে সাহায্য বালুরঘাটে
এরপর পুলিশ কর্তারা ওই কাউন্টারের উল্টোদিকে থাকা সিসিটিভিতে পরীক্ষা করলে চুরির ঘটনার অস্তিত্ব বুঝতে পারেন।তবে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে ওই এটিএম চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584