মনিরুল হক, কোচবিহারঃ
করোনার আবহে অনেক মানুষ কর্মহারা হয়ে পড়েছেন । সেই আবহে এমনিতেই ব্যবসা-বাণিজ্য মন্দা চলছে ব্যবসায়ীদের। খুব কষ্টে দিন কাটাচ্ছেন অধিকাংশ ব্যবসায়ীরা। এর মধ্যেই রাতের বেলায় দোকানের তালা ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা চওড়াহাট বাজার সংলগ্ন এলাকার দুটি স্টেশনারি দোকানে। ওই ঘটনার জেরে দুই দোকানের মালিকরা দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।জানা গেছে, দেবাশিস কুণ্ডু নামে এক ব্যবসায়ী সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের ঝাঁপ অনেকটা ফাঁকা হয়ে রয়েছে। এরপর ভিতরে গিয়ে দেখেন দোকানের সমস্ত জিনিস এলেমেলো হয়ে পড়ে রয়েছে এবং দোকানে থাকা ক্যাশ বাক্সেও টাকা নেই।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ট্রাকের ধাক্কা, গুরুতর জখম চালক
তার ক্যাশ বাক্সে কয়েক হাজার টাকা ও দোকানের সামগ্রী মিলে প্রায় লক্ষাধিক টাকা খোয়া গেছে। পাশাপাশি ওই একই সময় পরিমল কুণ্ডু নামে এক ব্যবসায়ী ও সকালে দোকান খুলতে গিয়ে দেখেন যে তার দোকানের সামগ্রী এলোমেলো, পরে তিনি খেয়াল করেন যে তার দোকানেরও প্রায় ২-৩ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে।এবিষয়ে দোকানের মালিক দেবাশিস কুন্ড বলেন, ‘গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ রাঙামাটি ফ্লাইওভারের মুখে গর্তে জমে জল, সমস্যায় সাধারণ মানুষ
আজ সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের সব মাল এলোমেলো হয়ে রয়েছে। পরে দেখি ক্যাশ বাক্সে টাকা পর্যন্ত নেই। দোকানে দামি জিনিসপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে৷”এবিষয়ে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান, করোনা পরিস্থিতির মধ্যে দিনহাটায় মাঝে মাঝে দোকানে চুরির ঘটনা ঘটছে,যা একেবারে কাম্য নয়। আশাকরি পুলিশ এদিকে দৃষ্টিপাত করবে যাতে অপরাধীরা ধরা পরে ও সাজা পায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584