মৃন্ময় পান,বাঁকুড়াঃ
শারদোৎসবে থিমের জোয়ারে মেতেছে বাঁকুড়ার অন্যতম প্রাচীন শহর সোনামুখীও।শাসক দলের প্রাক্তন বিধায়ক দিপালী সাহার পুজো বলে পরিচিত সোনামুখী থানা গোড়া দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘মা এসেছেন কুঁড়ে ঘরে’।এখানে মূলত খড়, তালপাতা,বাঁশ আর সুতলী দিয়ে মণ্ডপ তৈরী করা হয়েছে।
আমরা ক’জন ক্লাবের পরিচালনায় এই পুজো এবার ২৫ বছরে পড়লো।সম্পূর্ণ পরিবেশ বান্ধব আবহে এবার পুজো করতে চাইছেন উদ্যোক্তারা।একই ‘অশুভ শক্তি’র বিনাশে শুভ শক্তির উত্থানের ছবি তুলে ধরতে মহাভারতে কৌরব ও পাণ্ডব পক্ষের যুদ্ধের ছবি মণ্ডপে তুলে ধরা হয়েছে।সব মিলিয়ে তাদের মণ্ডপেই সব থেকে বেশী জনসমাগম হবে বলেই তারা মনে করছেন।
পুজো কমিটির সভাপতি সমীর সাহা বলেন,এলাকার সবার আর্থিক সাহায্যে এই পুজো সংগঠিত হয়। এবার রজত জয়ন্তী বর্ষে আমাদের থিম ‘মা এসেছেন কুঁড়ে ঘরে’। মফঃস্বল গ্রাম এই এলাকার এই শহরে পরিবেশ সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে।এই পুজো মণ্ডপ এলাকায় কোন ধরণের শব্দ বাজির প্রয়োগ হবেনা বলেও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584