উত্তরপ্রদেশে ৩০০০ টন সোনা পাওয়ার খবর ভুয়ো: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

0
73

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

উত্তরপ্রদেশে তিন হাজার টন সোনা পাওয়ার খবর ভুয়ো। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে যে উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার খনি দপ্তর থেকে ৩০০০ টনের বেশি সোনার খোঁজের যে খবর বেরিয়েছে তা ঠিক নয়।

গ্রাফিক্স চিত্র

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জি এস আই) এর সিইও এম. শ্রীধর শনিবার কলকাতায় সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে “জিএসআই’এর তরফ থেকে এরকম কোন তথ্য দেওয়া দেওয়া হয়নি।”

তিনি আরও জানান ১৯৯৮-২০০০ সালে উত্তর প্রদেশের শোনভাদ্র জেলায় সোনার খোঁজে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। তাতে দেখা গেছে টন প্রতি খনিজে ৩.০৩ গ্ৰাম করে সোনা রয়েছে। এটা সাধারন ব্যাপার। সেই রিপোর্ট উত্তর প্রদেশ ডিজিএমকে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।  তাঁর মতে শোনভাদ্র জেলার শোন পাহাড়ি এলাকায় আনুমানিক ৫২৮০৬.২৫ টন সোনার খনিজ রয়েছে, তা থেকে সর্বসাকুল্যে সোনা পাওয়ার সম্ভাবনা মাত্র ১৬০ কিলোগ্রাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here