চাঁদে বাড়ির স্বপ্ন সত্যি হওয়ার হাতছানি দিচ্ছেন একদল গবেষক

0
204

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তবে কি এবার সত্যি হতে চলেছে চাঁদের বাড়ির স্বপ্ন? হ্যাঁ। এমনটাই তো বলছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল গবেষক। তাঁদের দাবি, ইতিমধ্যেই চাঁদের মাটিতে ইট তৈরি করার প্রক্রিয়া তাঁরা মাথা খাটিয়ে বের করে ফেলেছেন।

House in moon | newsfront.co
প্রতীকী চিত্র

আইআইএসসি এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদানে পরিবর্তিত হতে পারে। আর চিরাচরিত সিমেন্টের পরিবর্তে গুয়ার গাম অর্থাৎ এক জাতীয় আঠা দিয়ে গাঁথা হবে সেই ইট। এর ফলে এবার চাঁদের জমিতে বাড়ি বানানো সম্ভব হবে।

“এটা সত্যিই বেশ উত্তেজনার, কারণ এখানে দুটি পৃথক ক্ষেত্র অর্থাৎ জীববিজ্ঞান এবং যান্ত্রিক কৌশলকে একসঙ্গে মিলিয়ে করা হবে”, সম্প্রতি ‘সিরামিকস ইন্টারন্যাশনাল’ এ প্রকাশিত দুটি গবেষণার অন্যতম লেখক তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোককুমার এই কথা বলেন।

আরও পড়ুনঃ রাশিয়ার ভ্যাকসিন কিনতে চলেছে ভিয়েতনাম

বহুদিন ধরেই মানুষ চাঁদের মাটিতে ঘরবাড়ি বানানোর পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু যেকোনও নির্মাণ করতে গেলে আবশ্যকীয় উপাদানগুলো মহাকাশে নিয়ে যেতে প্রচুর ব্যয়। হিসেব বলছে, এক পাউন্ড উপাদান পৃথিবীর বাইরে মহাকাশে পাঠানোর জন্য ব্যয় হবে কমপক্ষে সাড়ে সাত লক্ষ টাকা। ফলে বাড়ি তৈরি যেন ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু নাছোড়বান্দা মানুষ এবার চাঁদে বসেই ইট তৈরির পরিকল্পনা করে ফেললো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here