শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সারা বিশ্বে যে রোগ মহামারীর চেহারা নিয়ে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে, সেই অসুখের সঙ্গে শারীরিক এবং মানসিক ভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারছেন না অনেকেই।
একটানা গৃহবন্দি থাকতে থাকতে একদিকে যেমন মানুষ অবসাদে ভুগছেন, তেমন প্রবল মানসিক আতঙ্কে দিন কাটাচ্ছেন করোনা রোগীর সংস্পর্শে আসা হাসপাতালে থাকা আইসোলেশন এবং কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনও। এদের বেশিরভাগেরই করোনা সংক্রমণ না থাকলেও আতঙ্কে এদের অনেকেই মানসিক পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। তাই করোনা চিকিৎসায় একটি বেনজির পদক্ষেপ করল রাজ্য।
আরও পড়ুনঃ লকডাউনে যোগান কমছে শিশুখাদ্যের, সমস্যায় অভিভাবকরা
এবার করোনা সংক্রামিত রোগীদের মন ভাল রাখতে, মানসিক উদ্বেগ দূর করতে এবং মনের দিক থেকে সুস্থ রাখতে, আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন সেন্টারে নিয়োগ করা হতে চলেছে মনোবিদ চিকিৎসকদের। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা।
প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন ৭ জন। চিকিৎসকরা বারবারই আশ্বাস দিচ্ছেন, সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মনের জোর থাকলে এই অসুখ সেরে যায় সহজেই।
শুধু যুবক-যুবতীরা নন, করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসার নজির রয়েছে প্রৌঢ় থেকে বৃদ্ধদেরও। কিন্তু বিশ্বজুড়ে বেড়ে চলা মহামারী চিকিৎসকদের সমস্ত আশ্বাসকে মানুষের মনে স্থায়ী হতে দিচ্ছে না। করোনা আক্রান্ত সন্দেহে মানসিক অবসাদে তলিয়ে গিয়ে আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে দেশে।
আর এই পরিস্থিতিতে মানুষ অবসাদগ্রস্থ এবং আতঙ্কিত হয়ে পড়লে ভাইরাসের সংক্রমণ না হলেও আরো বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য এই নজিরবিহীন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য ভবনের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, জেলা থেকে শহর সমস্ত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এবং কোয়ারেন্টাইন সেন্টারেই নিয়োগ করা হচ্ছে মনোবিদ বিশেষজ্ঞদের। দিনে প্রয়োজনে দু’বার করে তারা এক একজনের ব্যক্তিগত কাউন্সেলিং করবেন। প্রয়োজনে গ্রুপ কাউন্সিলিং করা হতে পারে।
বেলেঘাটা আইডি হাসপাতালের এক চিকিৎসক বলেন, “পরিবার থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই মানসিক বিপর্যয় এবং মনের মধ্যে চাপ পড়ে অনেকের। কেউ কেউ বাড়ি ফেরার জন্য কান্নাকাটি করেছেন। কেউ আবার একেবারে চুপ হয়ে যাচ্ছেন। খাবার খাচ্ছেন না অনেকে। মানসিক যন্ত্রণা বা হতাশা গ্রাস করছে। অনেকে আবার ১৪ দিন একলা থাকতে হবে এই ভয়েই হাসপাতাল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।”
এই সমস্ত কারণ মিলিয়ে স্বাস্থ্য ভবনের কাছে এ বিষয়ে আর্জি জানান চিকিৎসকরা। তারপরেই এদিন বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য অধিকর্তা প্রশাসন অজয় চক্রবর্তী এবং মানসিক স্বাস্থ্য বিভাগের আধিকারিকের যৌথ স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সমস্ত আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন সেন্টারে মনোবিদ নিয়োগ করার কথা বলা হয়েছে। দেশের মধ্যে এরকম উদ্যোগে প্রথম বলে দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584