রাম মন্দিরের সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেইঃ ফিরহাদ হাকিম

0
59

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বারবার দিনবদলের পরেও রাম মন্দিরের শিলান্যাস ও ভুমিপুজোর দিনে লকডাউন রাখা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। কিন্তু বিষয়টি নিয়ে বিজেপি অহেতুক রাজনীতি করছে বলে ফের তাদের তোপ দাগলেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

Firhad Hakim | newsfront.co
ফাইল চিত্র

তিনি আরও বলেন, ‘রাম মন্দিরের সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই। ‘ সোমবার চেতলায় রাখীবন্ধন উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ফিরহাদ। প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ৫ আগস্ট লকডাউন নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই এদিন পাল্টা প্রতিক্রিয়া জানালেন ফিরহাদ। অন্য দিকে রাজ্যপালের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ ফের রাজ্যের সম্পূর্ণ লকডাউনের দিনবদল

রাম মন্দির পরিপেক্ষিতে এদিন ফিরহাদ আরও বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজে করোনা আক্রান্ত, তার সুস্থতা কামনা করে বলি, সারা ভারতবর্ষের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই বাংলার সরকার সব সময় চাইছে সাধারণ মানুষ নিরাপদে থাকুক। তার জন্যই ৫ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি। সব ধর্মের ধর্মীয় আচরণকেই শ্রদ্ধা জানাই। লকডাউন মানুষের স্বার্থে। এটা কোনও রাজনৈতিক বিরোধিতা করার মঞ্চ নয়। রাজনীতি করার সময় নয়। এ সময় মানুষকে বাঁচানোর সময়। তাই এ বিষয়ে সকলের উদ্যোগী হওয়া উচিত।’

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বেলেঘাটা আইডি-তে গড়ে উঠছে দেশের প্রথম কোভিড গবেষণাকেন্দ্র

রাজ্যের শিল্প সম্মেলন এ টাকা নয়ছয় হওয়া নিয়ে রাজ্যপালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘চোরো কো আতি হে নজর সারে জাহা চোর হে। যারা টাকা চুরি করে তারাই সব সময় ভাবে সবাই টাকা চুরি করছে। কেন্দ্রের নিযুক্ত লোক রাজ্যের সিএজি সার্টিফাই করেন। রাজ্যের সমস্ত খরচ সি এ জি দেখে। তারা সব রাজ্যের হিসেব সার্টিফাই করে। ঠিক সেরকম আমাদের রাজ্যেও কেন্দ্রের দ্বারা হিসেব-নিকেশ হয়ে সার্টিফাইও হয়। সেখানে কখনও এডভার্স রিপোর্ট যায়নি। বিজেপির যারা এসব কথা বলেন, তারা বালখিল্য কথা বলেন। শিক্ষিত ভালো, অর্ধশিক্ষিত ভালো নয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here