নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কত সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন করোনা পরিস্থিতিতে জানে না কেন্দ্রীয় সরকার কারণ তথ্য নেই। লোকসভার তিন সদস্য কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের কাছে জানতে চান কতজন পরিযায়ী শ্রমিক জীবিকা হারিয়েছেন মহামারির কারণে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে এবিষয়ে তাদের তথ্যের ভাঁড়ার শূন্য।
নির্ধারিত সময়ের অনেক দেরিতে বসা সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রক এখনও অন্ধকারে, ঠিক কত মানুষ তাঁদের জীবিকা হারিয়েছেন বিশেষত পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কোনো তথ্যই সরকারের হাতে নেই। স্বাভাবিক ভাবেই সরকারের মানবিক মুখ নিয়ে প্রশ্ন উঠছেই।
আরও পড়ুনঃ বাড়ি ফিরতে গিয়ে পরিযায়ী মৃত্যুর তথ্য নেই! সংসদে জানালো কেন্দ্র
ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী ৪০ লক্ষ পরিযায়ী শ্রমিক কর্মহীন হয়েছেন, দু’ মাসের লকডাউনে এতজন মানুষের অন্নসংস্থান প্রশ্নের মুখে।
আরও পড়ুনঃ বিজেপি হয়তো এবার গুজরাট দাঙ্গার জন্য নেহেরুকে দায়ী করবেঃ বিস্ফোরক মহুয়া
দেশের বেকারত্বের হার বিগত ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি হয়েছে এই বছরে। এসম্পর্কে সরকার ওয়াকিবহাল নয়, একই সঙ্গে কতজন পরিযায়ী শ্রমিকের জীবনহানি হয়েছে লকডাউনে সে সম্পর্কেও সরকার ওয়াকিবহাল নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584