নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

নাগরিক পঞ্জী নিয়ে সকলকে আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। মঙ্গলবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে দলীয় কর্মসূচীতে আসেন দীলিপ ঘোষ। এদিন দলীয় সভায় যোগ দেওয়ার আগে রাজাভাতখাওয়াতে এক কর্মীর বাড়িতে দুপুরের আহার করেন তিনি। এদিন নাগরিক পঞ্জী নিয়ে সকলকে আশ্বস্ত করেন তিনি।

এদিন তিনি বলেন, “ কোন হিন্দুকে এই দেশ থেকে বিতারিত করা হবে না। যে কোন দেশ থেকে হিন্দুরা ভারতে এলে তারা নাগরিকত্ব পাবেন। ফলে কোন হিন্দুর দেশ থেকে বিতারিত হওয়ার কোন আশংকা নেই।” এন আর সি ইস্যুতে সুইসাইড প্রসঙ্গে দীলিপ ঘোষ বলেন, “ কে সুইসাইড করছে কেন করছে তা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। কারন উনি ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরন দিচ্ছেন।
আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে এনআরসি ইস্যুতে আতঙ্ক ছড়ানোর অভিযোগ লকেটের
এদিন তিনি আরও বলেন, “ এনআরসির বিষয়ে মানুষকে আতংকিত হওয়ার কোন কারন নেই। আমরা মানুষের সঙ্গে রয়েছি। রাজ্যে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আতংক তৈরি করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584