নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রায় ছয় মাস ধরে ইস্টবেঙ্গল কর্তাদের দেওয়া আশ্বাস এখন ভাঙার পথে, ফেডারেশন তাঁদের আই লীগ খেলার লিস্টে রেখেছে। সে নিয়ে এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, হুম আমরা যেহেতু আই লীগ খেলতাম তাই সেখানে রাখা হয়েছে।
আর আমরাও তো আইএসএল খেলা নিয়ে কোনো সদুত্তর দিতে পারি নি ফেডারেশনকে। এই কয়েকদিনের মধ্যেই একটা কিছু মীমাংসা হবে বলে আশা করছি হয় আইএসএল খেলবো বা খেলবো না। তবে আমি আশাবাদী সুখবর দিতে পারবো সমর্থকদের।’
১৩ আগস্ট প্রাক্তন ক্লাব কর্তা পল্টু দাসের জন্মদিন হিসেবে স্পোর্টস-ডে হিসেবে পালন করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে ক্লাব। এদিন ও ক্লাবের গেটে বসানো হল স্যানিটারাইজার টানেল। এছাড়া পতাকা উত্তোলন হয় ক্লাবে।
উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়। এরপরে নেতাজি ইন্ডোরে রক্তদানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অনুশীলনের অনুমতি দেওয়ার ইঙ্গিত ক্রীড়া দফতরের
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ইস্টবেঙ্গল ছাড়া কিছু হয় নাকি আইএসএল ম্যাচ তো সবাই দেখতে পেলাম দর্শকদের থেকে বেশি পুলিশ থাকে মাঠে। ইস্টবেঙ্গলকে আজ না হয় কাল নিতে হবেই।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584