সুদীপ পাল, বর্ধমানঃ
নেই কোনো সরকারি গ্রন্থাগার। অথচ পড়ুয়ার সংখ্যা এলাকায় বাড়ছে। তৈরি হয়েছে হাইস্কুল, কিন্তু গ্রন্থাগার না থাকার ফলে প্রয়োজনীয় বইপত্র জোগাড় করতে গিয়ে বিপাকে পড়ছে পড়ুয়ারা। কাঁকসা ও বুদবুদের চাকতেঁতুল সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের এই সমস্যায় ভুগতে হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ চব্বিশ পরগণা জেলা বইমেলার সূচনা
স্থানীয় বাসিন্দারা বলছেন, কাঁকসা ও বুদবুদ ব্লকের রনডিহা, শালডাঙ্গা, ভরতপুরের মত বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষের বাস। এই এলাকার বাসিন্দারা মূলত কৃষিজীবী এবং আর্থিকভাবে অস্বচ্ছল। পঠন পাঠনের যাতে অসুবিধে না হয় সেজন্য উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। কিন্তু অভিভাবকদের বক্তব্য বিদ্যালয়গুলিতে গ্রন্থাগার থাকলেও তাতে সবার প্রয়োজন মেটেনা। ফলে বেশ কিছু বিশেষ বই বাজার থেকে কিনে আনতে হয়। অথচ অভিভাবকদের আর্থিক সঙ্গতি এমন নয় যে সমস্ত বিশেষ বই তাাঁরা বাজার থেকে কিনতে পারবেন। বিদ্যালয়ের ছাত্র বাদল বাগদির কথায়, অনেক সময় যে বই দরকার হয় তা স্কুলের লাইব্রেরীতে পাওয়া যায় না। তাই সেই বইগুলি বাইরে থেকে কিনে আনতে হয়। তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের বইয়ের দরকার হয়, সে সমস্ত বই স্কুলে পাওয়া যায় না। তাদের দাবি কিন্তু যদি সেখানে একটি সরকারি গ্রন্থাগার থাকতো তাহলে এই অসুবিধা হতো না। চাকতেঁতুল পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য বলেন, “বাসিন্দাদের দাবি অনুসারে প্রশাসনের উচ্চ স্তরে আবেদন করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584