সুদীপ পাল,বর্ধমানঃ
বারো মাসে তেরো পার্বণের অন্যতম সরস্বতী পুজো।এখন সেই পুজোর মূর্তি তৈরিতেই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।সারাদেশে চলতি বাংলা বছরের মাঘ মাসে সরস্বতী পূজা উদযাপিত হবে। পূজা ঘনিয়ে আসায় বর্ধমান জুড়ে গলসি, বুদবুদ, মানকরের মূর্তি কারিগরদের দম ফেলার ফুসরত নেই ।
বাঁশ, খড়, কাঠ আর কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেয়ার প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে হাতের বাজু, গলার মালা। গলসির এক প্রতিমা শিল্পী বলেন, প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এই বছর ৫০টি মূর্তি তৈরি করেছি।
আরও পড়ুনঃ বিদ্যাদেবীর প্রতিমা নির্মণে ব্যস্ত সরস্বতীরা
স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমাদের স্কুলে সরস্বতী পূজার প্রস্তুতি তুঙ্গে। এই দিনটা দারুন কাটে। ঠাকুর আনা,বাজার করা,মণ্ডপ সাজানো, আল্পনা দেওয়া সব কাজ করে ছাত্র ছাত্রীরা। ওদের সাথে হইচই কাজকর্মে স্কুল লাইফটা ফিরে ফিরে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584