নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চলতি মাসের শেষ দিনে এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। আগামী ৩১ অক্টোবর রাত ৮ টা ১৯ মিনিট নাগাদ দেখা যাবে ব্লু মুন। কথায় আছে, ‘ওয়ান্স ইন অ্যা ব্লু মুন’, অর্থাৎ বিরল ঘটনা। সেরকমই এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের।
ব্লু মুন মানে অনেকেই ভাবছেন নীল রঙের চাঁদ। কিন্তু আদতে তা নয়। অক্টোবর মাসে ২ বার পূর্ণ চাঁদ দেখা যাবে। একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে, দ্বিতীয় চাঁদকে ব্লু মুন বলা হয়। গত ১ ও ২ অক্টোবর নাগাদ পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছিল। আগামী ৩১ অক্টোবর আরেকবার পূর্ণিমার চাঁদ দেখা যাবে মহাকাশের বুকে।
আরও পড়ুনঃ লাদাখ চিনের অংশ! কাঠগড়ায় টুইটার
অনেক সময় ৩০ দিনের মাসে ব্লু মুন দেখা যায়। যেমন ২০০৭ সালের ৩০ জুন দেখা গিয়েছিল। আবার এটি দেখা যাবে ২০৫০ সালের ৩০ সেপ্টেম্বর। শেষবার ব্লু মুনের দেখা মিলেছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি। এবারের ব্লু মুন দেখা মিস করলে, ফের অপেক্ষা করতে হবে ২০২৩ সালের ৩১ অগাস্ট পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584