নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যসভা অনুমোদন দিলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরও কঠোর বিধি নিষেধ আনবে সরকার, দেশে প্রচলিত সমস্ত মাইক্রো ব্লগিং সাইটকে নিয়মবিরুদ্ধ কাজের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সংসদে প্রশ্নোত্তর প্রশ্নোত্তর পর্বে সিপিআইএম সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের উত্থাপন করা প্রশ্নের উত্তরে শুক্রবার অশ্বিনী বৈষ্ণব বলেন, “ এই মুহূর্তে আমরা একটি নির্দিষ্ট সাংবিধানিক বিধির মধ্যে কাজ করছি তবে তা থেকে আরও এগিয়ে যেতে হবে আমাদের। উচ্চ কক্ষের ঐক্যমত্য থাকলে টুইটার ও ফেসবুকের মতো মাইক্রো ব্লগিং সাইটগুলির জন্য কঠোরতর বিধি নিষেধ চালু করতে ইচ্ছুক সরকার।“
‘বুল্লি বাই’ ও ‘সুল্লি ডিল’ অ্যাপের নির্মাতার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২১ সালের সংশোধিত আইটি রুল অনুযায়ী, ভারতে বসবাসকারী একজন চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল অফিসার এবং গ্রিভান্স অফিসার নিয়োগ করেছে টুইটার। ‘বুল্লি বাই’ অ্যাপের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বৈষ্ণব বলেন, বিশেষ করে মহিলাদের সুরক্ষা কেন্দ্রীয় সরকারের কাছে গুরুত্বপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584