বাংলায় কোনও এনআরসি হবে না, জানালেন মমতা  

0
46

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

There will be no NRC in Bengal said CM | newsfront.co
নিজস্ব চিত্র

বাংলায় এনআরসি আতঙ্ক। এনআরসি নিয়ে আরো একবার নাম না করে বিজেপির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এসে এনআরসি নিয়ে আরও একবার সোচ্চার হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

There will be no NRC in Bengal said CM | newsfront.co
নিজস্ব চিত্র

সভামঞ্চ থেকে কড়া ভাষায় বলতে শোনা যায়, এই রাজ্যে এনআরসি হবে না। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। যতই ষড়যন্ত্র করা হোক কিছুই করতে পারবে না। কোনো মানুষকে বাংলা ছাড়া হতে হবে না । সব মানুষ এখানে সুস্থ ভাবে , নিরাপদে থাকতে পারবেন । চিন্তা করার কোনো কার নেই রাজ্য সরকার রয়েছে আপনাদের পাশে। স্বাধীন দেশের নাগরিকদের পরাধীন করার খেলায় মেতেছে ওরা ওদের এই অভিসন্ধি কখনো সফল হবে না।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

বলছে ১৯৭১ সালের তথ্য দাও। পরক্ষনেই তাঁকে বলতে শোনা যায়, ১০ বছর অন্তর জনগণনা হয়, এনিয়ে চিন্তা করবেন না। কে কি করেন , কোথায় থাকেন , পরিবারের কতজন মানুষ , তাদের পেশা কি , ভাষা কি , পোশাক কি এসব তথ্য উঠে আসে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here