উমার ফারুক: কোলকাতা:-
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম – নামটি হয়তো অপরিচিত, কিন্তু ধীরে ধীরে এই অরাজনৈতিক সংঠনটি ছাপ ফেলতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে।এদের দাবি মূলত একটিই- পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পুনর্বহাল।এবার সেই দাবিতেই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে আগামীকাল।
সরকার অনুমোদিত ও অনুদান প্রাপ্ত মাদ্রাসা গুলিতে ২০০৮ সাল থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।কমিশন সর্বশেষ পঞ্চম এস.এল.এস.টি.-তে শিক্ষক নিয়োগ করে ২০১২সালে।সেই পঞ্চম এস.এল.এস.টি.- তে ২৪জন অপেক্ষমান তালিকায় ছিলেন ।যাদের পরবর্তীতে মাদ্রাসা নির্বাচনও সম্পন্ন হয়েগিয়েছিল।পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু মাদ্রাসায় নিয়োগ তারা পাননি।এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে।কমিশন ইতিমধ্যে ২০১৪ সালে ষষ্ঠ এসএলএসটি পরীক্ষা নিয়েছে ।তার ফল প্রকাশ করেছে দীর্ঘ দুই বছর পরে ২০১৬ সালের ৫ই সেপ্টেম্বরে।তারপরও দশ মাস অতিক্রান্ত । তবুও কমিশন ইন্টারভিউ নিচ্ছে না।কেন নিচ্ছে না তার কোন উপযুক্ত কারণ কমিশন অফিসিয়ালি জানায়নি।
সুপ্রিম কোর্ট, হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে কমিশন কে তার পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে বলে দাবি সংগঠনটির। গত ২৪শে এপ্রিল সুপ্রিম কোর্ট বলে -“ Leave granted. List in the third of July,2017”। ফলে কমিশন বিনা আইনি বাধায় তার বকেয়া কাজ করতে পারে। কিন্তু কমিশন নিশ্চুপ।
তাই সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফোরাম আগামীকাল বিকাশ ভবন অভিযান করছে।আগামীকাল ময়ূখ ভবনের সামনে ড: বিধান চন্দ্র রায়ের মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও গণ ভোটের আয়োজন করাহয়েছে বলে ফোরাম সূত্রে জানাগেছে।
ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনপ্রেমী জনগণ তিলোত্তমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমাদের নিউজ ফ্রন্টের প্রতিনিধিকে জানান ফোরামের অন্যতম কর্মকর্তা কাইসার রশিদ।
কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পক্ষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান করেছে ফোরাম।তারপর মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার ও কর্মসূচি রয়েছে। ফোরামের সভাাপতি ইসরারুুুল হক মন্ডল জানিয়েছেন যে, বিকাশ ভবন অভিযানে আগামীকাল জনপ্লাবন অপেক্ষা করছে।এই অভিযানে ষষ্ঠ এস.এল.এস.টি. উত্তীর্ণ চাকুরি প্রার্থী,মাদ্রাসা শিক্ষক ও কমিশনের শুভাকাঙ্খী সকল শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করবেন।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই অচলাবস্থা নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছেন। এই সমস্যা নিয়ে সরকারেরও গাছাড়া ভাব আছে বলে অভিযোগ করেন বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধিজীবী মহল। পাঁচ বছর ধরে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষকের অভাবে মাদ্রাসার পঠন-পাঠন লাটে উঠেছে।তার উপর মাদ্রাসার শিক্ষক দের এসএসসি এর মাধ্যমে প্রধান শিক্ষক পদেও আবেদন করতে সুযোগ দেওয়া হয়নি,যা ক্ষোভে ঘৃতহুতি দিয়েছে।মাদ্রাসা নিয়ে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করেছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584