নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
এভারেস্টের চূড়ায় উঠে এভারেস্ট ছুঁয়ে রেকর্ড গড়ে আবার নিচে ফিরে আসার জন্য মত্ত হয়ে গেছে পর্যটকদের একাংশ।সূত্রের খবর চলতি মৌসুমে নেপাল সরকার ৩৭৯ জনকে এভারেস্টের চূড়ায় ওঠার অনুমতি দিয়েছে। এদের মধ্যে গত বৃহস্পতিবারই ১২০ জন এভারেস্ট জয় করেছে বলে জানা যায়।এই মরশুমে নিখোঁজ অথবা মৃত্যুর সংখ্যা ১৫ জন। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি।
কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো মৃত পর্বতারোহীদের মধ্যে তিনজন ভারতীয়।এরা হলেন পুনের নিহাল আসপাক বাগওয়ান (২৭),মুম্বাইয়ের অঞ্জলি কুলকার্নি(৫৪) এবং ওড়িশার কল্পনা দাস।এরমধ্যে কল্পনা দাসের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক হদিশ পাওয়া যায়নি।আর বাকি দুইজন পর্বতারোহীর সম্পর্কে জানা গেছে এভারেস্ট শৃঙ্গ জয় করে নিচে নামার সময় অধিক ক্লান্তির কারনে মৃত্যু হয় অঞ্জলি কুলকার্নির।অন্যদিকে নিহাল আসপাকের মৃত্যু হয় ডিহাইড্রেশন এর শিকার হয়ে।
সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, নেপালের পর্যটন দফতরের আধিকারিক মীরা আচার্য স্বীকার ভারতীয় পর্বতারোহীদের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন।তবে এ বছরের অধিক সংখ্যক পর্বতারোহীর মৃত্যু ঘিরে যথেষ্ট চিন্তিত নেপাল সরকার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584