শংসাপত্রের বৈধতা চেয়ে মালদহে ছাত্রদের অনশন তৃতীয়দিনে,হাসাতালে ভর্তি এক

0
569

শুভদীপ ভট্টাচার্য,নিউজডেস্কঃ

কলেজ আছে,আছে বিল্ডিং, চলছে দেদার শিক্ষা নিয়ে ব‌্যাবসা, কিন্তু নেই অনুমোদন। রাজ‌্য জুড়ে বিগত বেশ কয়েক দশকে ছাত্রছাত্রীদের ঝোঁক বেড়েছে জেনারেল ট্রেড এর বদলে টেকনিক‌্যাল ট্রেড নিয়ে পড়াশোনা করবার দিকে। চাকরির বাজার মন্দা। টেকনিক‌্যাল ট্রেডের চাকরির সুযোগের আপাত স্থায়ীত্বে তাই ভীড় বাড়াচ্ছে ছাত্রছাত্রীরা।

নিজস্ব চিত্র

কিন্তু নেই ছাত্রসংখ‌্যার অনুপাতে কলেজ।সেই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে মধুলোভি শিক্ষাব‌্যাবসায়ীর দল। কিন্তু শিক্ষান্তে যদি জানা যায় কলেজটাই ভুয়ো? এমনটাই ঘটেছে মালদাতে। একদা মালদার ‘গডফাদার’ কংগ্রেস নেতা গণিখান চৌধুরির নামে গড়ে ওঠা কলেজ এর নাম জড়িয়েছে এই প্রতারণার সঙ্গে। দীর্ঘ তিন বছর ধরে ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষকে ভরসা করে মিথ‌্যা প্রতিশ্রুতির ভুলে, ভবিষ‌্যাতের স্থায়ীত্বের স্বপ্নটাকে বাঁচাতে বছরভর টাকার মাশুল গুনেছে।

নিজস্ব চিত্র

কিন্তু প্রতিশ্রুতি মত মেলেনি অনুমোদন। বারবার জানিয়েছে কর্তৃপক্ষ, রাজ‌্য সরকার, কেন্দ্র সরকার ও জেলা প্রশাসন। ছাত্রদের ভবিষ‌্যতের তোয়াক্কা করেননি কেউই। দুর্বলতার সুযোগ নিয়ে জাঁকিয়ে বসেছে ব‌্যাবসা অবলীলায় অনুমোদনের ছুতোয় আদায় করেছেন প্রচুর টাকা। কিন্তু শিক্ষাবর্ষ শেষে মেলেনি অনুমোদন।

নিজস্ব চিত্র

এক বিশাল ‘নেই’ এর মধ‌্যে দাঁড়িয়ে, ছাত্রছাত্রীরা দিশাহারা অবস্থায় আর্জি জানায় সরকারের কাছে। ফল না মেলায় বেছে নেয় আন্দোলনের পথ। তাতে রাজ‌্য সরকার আন্দোলনকে প্রশমিত করতে মেনে নেয় কিছু দাবী। একইসঙ্গে জেলা প্রশাসন ও কেন্দ্রিয় সরকার দেয় একগুচ্ছ প্রতিশ্রুতি। বছর পেরিয়ে গেলেও পূরণ হয়না সেইসব প্রতিশ্রুতি।

নিজস্ব চিত্র

ছাত্রছাত্রীদের পুনরায় আবেদন রীতিমত নাকচ করে প্রশাসন। ক্ষোভ চড়ে সপ্তমে, আন্দোলনে পথে নামে ছাত্ররা। রুমন, নাসিম, গোপীনাথ, কাইয়ুম, বাবর, সাদিকুল, সুমন রায়, রাজদীপ, আলমগীর সহ একশোজন ছাত্র ছাত্রী অবস্থান বিক্ষোভে অংশ নেয়,বিক্ষোভ ডেপুটেশনের পথ পেরিয়ে শুরু করে অনশন,যা আজ তৃতীয়দিনে।অনশন চলাকালীন ভীষণ অসুস্থ হয়ে পড়ে আলমগীর খান।

নিজস্ব চিত্র

ক্ষয় হচ্ছে শক্তির, বাড়ছে শারীকির নানা সমস‌্যাও। অনশনরত ছাত্র আলমগীর কাল রাত থেকে জ্বরে আক্রান্ত। আজ সকালে জ্বর বেড়েছে আরও। দুপুর নাগাদ প্রায় ১০৩° এর কাছাকাছি পৌঁছয় জ্বর। তবু অনশন ছাড়তে রাজি নয় সে।

নিজস্ব চিত্র

স্থায়ী সমাধানের চেয়ে মৃত‌্যুকেই বেছে নিতে প্রস্তুত দিশাহারা ছাত্রছাত্রীরা। সরকারের প্রতি এই নীরব জিজ্ঞাসার মধ‌্যে দিয়েই জবাবপ্রার্থী হতে চাই আন্দোলনকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here