করোনা আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় মৃত্যু মুম্বাইয়ে, তিন জনই ষাটোর্ধ্ব

0
160

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

এবার করোনা আক্রান্তে দেশে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটলো দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিএমসি প্রধান সূত্রে জানা গেছে যে মুম্বাইয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে।

উল্লেখ্য করোনা ভাইরাসে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে  কর্ণাটকের কালাবুর্গীতে ৭৬ বছর বয়সী এক ব্যাক্তির। তেলেঙ্গনার এক হাসপাতালে চিকিৎসা চলাকালীন  তিনি মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তাঁর শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে  রাজধানী দিল্লিতে। মৃত্যু হয়  ৬৯ বছর বয়সী এক বৃদ্ধার। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় যে ঐ বৃদ্ধার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিল্লির মনোহর লোহিয়া হাসপাতালে।

উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত তিনজনই ষাটোর্ধ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here