নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনের জেরে অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়ছে মেদিনীপুরের বৃহন্নলারা। গত কয়েক দশক ধরে মেদিনীপুরের সিপাইবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছেন তারা। এতদিন ধরে তাঁদের কাজ ছিল সকাল থেকে ৪ থেকে ৫ জনের দলে ভাগ হয়ে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ।

কারো বাড়িতে নব জাতক শিশু হলে তাঁকে কোলে তুলে নাচিয়ে গৃহকর্তার কাছ থেকে নগদ টাকা , চাল , ডাল , অন্যান্য সামগ্রী উপহার হিসেবে পেতেন।
আরও পড়ুনঃ চা এস্টেটে ডাকাতি, গুলিবিদ্ধ ম্যানেজারের ছেলে
এর উপর পুজোর সময় দোকানে দোকানে গিয়ে গান গেয়ে টাকা আদায় করতেন । এভাবেই চলছিল। বাধ সাধল লক ডাউন । গত ৪৪ দিন ধরে লক ডাউনের জেরে তাঁদের রোজগার একেবারে নেই । পান্না বাঈ জানান , ‘তাঁদের এখন দুর্দিন চলছে । সরকার থেকে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে না।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584