নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু দুষ্কৃতী বাইকে করে এসে বৃহন্নলাদের মারধর করে এবং তাদের সোনার চেইন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ খড়িবাড়ি ধর্ষণকান্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে মিছিল চা- শ্রমিকদের
তবে দুষ্কৃতীদের দুটি বাইক আটক করে নেয় বৃহন্নলারা। অবশেষে বৃহন্নলাদের উদ্যোগে আটক করা বাইক খড়্গপুর লোকাল থানায় জমা দেওয়া হয়। পুলিশের তরফ থেকে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলেও বুধবার সকালে পুলিশ আটক করা দুটি মোটরসাইকেল ছেড়ে দেওয়ার জন্য বুধবার সন্ধ্যায় খড়্গপুরের ইন্দা লোকাল থানার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বৃহন্নলারা। তাদের অভিযোগ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় খড়্গপুর শহরজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584