অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বর্ডার -গাভাস কার সিরিজের দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে এবং ৬ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট। করোনা পরিস্থিতিতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাইরের পরিস্থিতির ওপরেও নজর রাখতে হচ্ছে।
এর মধ্যেই একদিন আগেই হঠাৎ খবর পাওয়া গিয়েছিল সিডনির উত্তরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। জানা যাচ্ছে ২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা আরও বাড়তে পারে। অস্ট্রেলিয়ার প্রশাসন সেখানকার বেশ কিছু রাজ্য ও অঞ্চল সীমান্তে বিধিনিষেধ জারি করেছে।
আরও পড়ুনঃ ভারত ঠিক ঘুরে দাঁড়াবে বলছেন বেদি
সিএ-র অন্তর্বর্তী মুখ্য আধিকারিক নিক হকলি এসইএন রেডিওকে বলেছেন, “আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করেছি, বৈঠকে বসেছি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা নিয়ে কেউ আতঙ্কিত নই। পুরো গ্রীষ্ম জুড়েই আমাদের প্লেয়ারদের বাবল হাবে রেখেছি। এখন ধৈর্য্য ধরে দেখতে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সরকার অতিমারীর পরিস্থিতি দুর্দান্ত ভাবে সামাল দিয়েছে।”
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার সব কটা টেস্টই জেতা উচিতঃ পন্টিং
সিডনি টেস্ট নিয়েও যাবতীয় অনিশ্চয়তা দূর করে দিয়েছিলেন হকলি। এবার তিনি আজ জানালেন,”আমরা টেস্ট সিরিজের শিডিউলের কোনো পরিবর্তন করছি না। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই তৃতীয় টেস্ট হওয়ার যাবতীয় পরিকল্পনা চলছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার যাবতীয় চেষ্টা চালাচ্ছে।” তবে সিডনিতে দর্শক আসার সম্ভবনা কম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584