Covid19: তৃতীয় ঢেউয়ের আগে করোনা বিধি মানার অনীহা উদ্বেগ বাড়াচ্ছেঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমেছে ঠিকই, কিন্তু দেশ থেকে চলে যায়নি করোনা। বরং সতর্কতা রয়েছে তৃতীয় ঢেউয়ের। কোভিড বিধি নিষেধ মেনে চলার নির্দেশিকা জারি রয়েছে সারা দেশে।

Union health ministry
ছবি: টুইটার

কোভিড বিধিনিষেধের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক, শারীরিক দূরত্ববিধি বজায় রাখা, কোনোরকম জমায়েত না করা। কিন্তু স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে মাস্ক পরায় প্রবল অনীহা সাধারণ মানুষের।

মাস্ক না পরার জন্য মূলত চারটি কারণ দেখাচ্ছেন সকলে। প্রথমত, মাস্ক পরলে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়; দ্বিতীয়ত, মাস্ক খুবই অসুবিধাজনক; তৃতীয়ত, শারীরিক দূরত্ব বজায় রাখলে মাস্ক পরার কোন প্রয়োজনই পড়ে না; আর চার নম্বর কারণ, একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেন মাস্ক কোনোভাবেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে পারে না।

আরও পড়ুনঃ দ্বিতীয় তরঙ্গে ফের আক্রান্ত ভারতের প্রথম কোভিড পজিটিভ

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল বলেন করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ের সতর্ক বার্তা জারি থাকাকালীন বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে সব ভুলে মানুষ হৈ হৈ করে ভিড় জমাচ্ছেন। করোনার তৃতীয় ঢেউ যে ঠিক কতটা মারাত্মক হবে সে বিষয়ে কারুরই সম্যক ধারণা নেই কিন্তু অতিমারীর বিরুদ্ধে লড়াই কখনোই সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। করোনার দুটি ঢেউয়ের পরেও এই সচেতনতার অভাব যথেষ্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here