নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত বক্সী বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, গাড়িটি করে ঘর ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক।
চন্দ্রকোনা টাউন থানার বক্সী বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গেলে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে,যার ফলে শ্রমিকদের নিয়ে যাওয়া গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার নীচে পড়ে যায়।গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজ শুরু করে ।
আরও পড়ুনঃ ফলতায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ১৩ জন শ্রমিককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়, তাদের মধ্যে দুই জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক ৷
কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য চন্দ্রকোনা টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন থানার বক্সী বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584