নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গভীর রাতে আই.আই.টি (IIT) ক্যাম্পাসের ভেতর আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায় আই.আই.টি ক্যাম্পাসের ভেতর হঠাৎ করে আগুন লেগে যায়।
স্থানীয় সূত্রে খবর এই ক্যাম্পাসের ভেতর যে টেট মার্কেট রয়েছে, সেখানেই প্রথমে আগুনের শিখা দেখতে পাওয়া যায়।দেখা মাত্রই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসা দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায়, কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা।
আরও পড়ুনঃ বহরমপুর থানার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় জীবানুমুক্ত করার কাজ চালু
তবে এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষনিকের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় টেট মার্কেটের ভেতরে থাকা ১৩টি দোকান।যদিও শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকল আধিকারিকদের। তবে এভাবে আচমকাই মার্কেটের ভেতর অগ্নিকাণ্ড হওয়ার কারণে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584