নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেরালায় সোনা পাচার কাণ্ডে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদকে ‘কোরান বিরোধী প্রতিবাদ’ এর তকমা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক কোদিয়েরী বালাকৃষ্ণন। সোনা পাচার কাণ্ডে উচ্চ শিক্ষামন্ত্রী কে টি জলিলকে জেরা করে জাতীয় তদন্তকারী দল।
অন্যান্য তদন্তকারী সংস্থার তদন্তেও প্রমাণ মিলেছে যে জলিল জড়িত ছিলেন। আরব কনস্যুলেট থেকে তিনি ধর্মীয় গ্রন্থ এবং অন্যান্য জিনিস পত্র নিয়ে আসেন এবং সব বিধি অগ্রাহ্য করে, বিদেশ থেকে সোনা আনার যে নির্দিষ্ট নিয়মাবলী ও ডিউটি দিতে হয় তাও উনি অগ্রাহ্য করেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ, এর্নাকুলামে এনআইএ-র বিশেষ অভিযান, ধৃত ৯ জঙ্গি
অবৈধভাবে আনা সম্পূর্ণ পরিমান সোনা সরকারি গাড়িতে করে মালাপ্পুরমের একটি বেসরকারি ধর্মীয় সংস্থায় নিয়ে যাওয়া হয় মন্ত্রীর নির্দেশেই।
কংগ্রেস এবং মুসলিম লীগ আলাদা ভাবে প্রতিবাদ কর্মসূচি নেয় সরকারের বিরুদ্ধে। ঠিক এসময় সিপিএমের রাজ্য সম্পাদক বলেন এই প্রতিবাদ কোরান বিরোধী।
‘কোরান বিরোধী’ বলায় ক্ষুব্ধ সব রাজনৈতিক দলই। কংগ্রেস ও মুসলিম লীগ দুই দলেরই বক্তব্য সাম্প্রদায়িক ভাবে একটা অপরাধকে দেখার চেষ্টা করছে রাজ্য সরকার এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে রাজ্য সরকারই, আর কেউ না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584