নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যদি সব কিছু ঠিক ঠাক চলে তাহলে করোনা পরবর্তীতে টিম ইন্ডিয়ার প্রথম সফর হবে অস্ট্রেলিয়া। শেষ সফরে প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতেছে ফিরেছিলো টিম বিরাট। তবে এবারের অস্ট্রেলিয়া সফরকে সেই সফরের সঙ্গে মেলালে চলবে না, কারণ সেই সফরে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ারনর ছিল না।
সৌরভ জানান, ওয়ার্নারের অনুপস্থিতিতে টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত ৷ এবার আর সেই পরিস্থিতি নেই ৷ নির্বাসন কাটিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছেন স্টিভ স্মিথ ৷ গত বছর অ্যাসেজ়েই তা বোঝা গেছে ৷ অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার কাছে চলে গেছিলেন ডেভিড ওয়ার্নার ৷ তাই কোহলিদের এবার এই দুই শক্তিশালী ব্যাটসম্যানের মোকাবিলা করতে হবে ৷
আরও পড়ুনঃ উইম্বডন না হলেও পকেটে টান পড়বে না টেনিস প্লেয়ারদের
তিনি বলেন, “আমাদের বোলিং বিভাগ ভালো ৷ ব্যাটিং বিভাগও ভালো ৷ শুধু ব্যাটসম্যানদের আর একটু ভালো খেলতে হবে ৷ তাহলেই বিদেশের মাটিতে সেরা ব্যাটিং দল হয়ে উঠবে ভারত এখন দেখার বিরাট সতর্ক হন কিনা তার প্রাক্তন অধিনায়কের পরামর্শে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584