নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সকাল থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ঘিরে অশান্তি সৃষ্টি হয় হুগলীর চুঁচুড়ায়। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি। হাতে চোট লেগেছে তাঁর, এমনকি তাঁর গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনে অভিযোগ জানান তিনি। কিন্তু বেলা গড়াতেই ফাঁস হয়ে গেল তাঁর ষড়যন্ত্র। লকেট নিজেই গাড়ির কাঁচ ভেঙে নাটক করছেন বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ্যে আনেন তৃণমূল প্রার্থী যাতে স্পষ্ট দেখা যাচ্ছে লকেটের গাড়ির কাঁচ ভাঙা হল গাড়ির ভিতর থেকেই।
Who broke the window of BJP leader Locket Chatterjee's car from inside? pic.twitter.com/m0mbPeOT9E
— Ravi Nair (@t_d_h_nair) April 10, 2021
মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ৬৬ নম্বর বুথে ইভিএম এর সামনে এক মহিলাকে দেখে তাঁর সন্দেহ জাগে। যদিও ওই মহিলা লকেটকে জানান যে তিনি কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য।
আরও পড়ুনঃ সংখ্যালঘুদের হাতে আক্রান্ত, কমিশনে অভিযোগ বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর
এরপরেই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে হুলুস্থুল জুড়ে দেন বিজেপি কর্মীরা। তাঁরা বলতে থাকেন হাতে নাতে ছাপ্পা ভোট দিতে ধরে ফেলেন লকেট এবং সেকারণেই আক্রান্ত হন তিনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আনেন বিজেপি কর্মীরা। কমিশনে অভিযোগ জানিয়ে আরো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠান বিজেপি প্রার্থী।
আরও পড়ুনঃ শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলিতে প্রাণ গেল ৪ ব্যক্তির
তবে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার প্রথম থেকেই বলে আসছিলেন যে লকেট সম্পূর্ণ ‘নাটক’ করছেন। এরপরে তিনি একটি ভিডিও পোস্ট করেন যাতে স্পষ্ট হয়ে যায় ইছে করেই ভিতর থেকে গাড়ির কাঁচ ভেঙে খামোকা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584