নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
পরপর তিন বছরের আইপিএলে কেকেআরের করবো লড়বো জিতবো স্লোগান একেবারে ভোঁতা, একবারও সেমিফাইনালের মুখ দেখতে পারেনি নাইটরা। ফলে ২০১১ সালে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে নেয়নি কেকেআর। কম বিতর্ক হয় নি। সৌরভ সেই আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান।

অবিক্রিত থাকার পর পরবর্তীতে পুনে ওয়ারিয়র্সে সুযোগ পান তিনি। পরের বছর ইডেনে কলকাতা ও পুনে ম্যাচ বঙ্গভঙ্গ আকার নেয়। ৯ বছর পর সেই বিতর্কিত বিষয়ে মুখ খুললেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। স্পষ্ট জানালেন, সৌরভকে বাদ দেওয়ার জন্য কখনওই তাঁকে দোটানায় ভুগতে হয়নি। তাঁর কাছে এই সিদ্ধান্ত নেওয়া জলের মতোই সহজ ছিল। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন বেঙ্কি মাইসোর।

তাঁর কথায় , ‘আমি এটাকে দু’টো ভাগে ভাগ করতে চাই। ব্যক্তিগতভাবে, আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা কখনওই কঠিন ছিল না। কারণ আমি তখনও সৌরভের সঙ্গে অতটা জড়িত ছিলাম না। তবে ওর খেলার খুব ভক্ত ছিলাম। তবে সৌরভের সঙ্গে কাজ করি নি যদি আমি কেকেআরের সঙ্গে তার আগে থাকতাম, তাহলে ওই সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে খুব কঠিন হত।’
আরও পড়ুনঃ উপরের দিকে ব্যাট করলে ধোনি আরও রান করতে পারতঃ সৌরভ
সৌরভকে না নেওয়ার সিদ্ধান্তটা ছিল আমার। অন্য কেউ এই ব্যাপারে কিছু বলেনি আমায়। আমি পুরোপুরি বাইরে থেকে এসেছিলাম, তাই এই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি। তবে দলের মালিক পক্ষের কাছে সিদ্ধান্তটা কঠিন ছিল। তবুও ওরা এই বিষয়ে আমায় কোনো জোর করে নি।
আর তাছাড়া আমরা সাফল্য তো পেলাম দায়িত্ব নেওয়ার পরের বছরই গম্ভীরের নেতৃত্বে তরুণ দল আইপিএল চ্যাম্পিয়ন হয়। এখন দেখার ভেঙ্কির এই স্বীকারোক্তির পর সৌরভ ও কেকেআর মালিক শাহরুখ খানের সম্পর্ক অতীতের জায়গায় যায় কি না সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584