আইএফএ শিল্ডের ড্র হয়ে গেল

0
123

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

২০ নভেম্বর শুরু আইএসএল এবার আইএসএলের মাঝেই শুরু হতে চলেছে ১২৩তম আইএফএ শিল্ড। বুধবার শিল্ডের ঢাকে কাঠি পড়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে।

IFA | newsfront.co

কোভিড বিধি মেনেই ৬ ডিসেম্বর থেকে ১২ দল নিয়ে শুরু হতে চলেছে করোনা-কালের শিল্ড। ফাইনাল ১৯ ডিসেম্বর। এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে তাই এবারের শিল্ডে খেলবে না তা আগেই জানিয়ে দিয়েছে। তবে কলকাতার অন্য এক প্রধান মহামেডান স্পোর্টিং। মহামেডান ছাড়াও আই লিগের দল ইন্ডিয়ান অ্যারোজ, গোকুলাম কেরালা এফসি এবং সুদেভা এফসি খেলবে শিল্ডে। পাশাপাশি থাকছে কলকাতা লিগে খেলা আটটি দল।

IFA Shield schedule | newsfront.co

এদিন গ্রুপ ড্র এবং শিল্ডের সূচি প্রকাশ করা হল। এবার আইএফএ শিল্ডে যে ১২ টি দল খেলছে তাদের চারটে গ্রুপে ভাগ করা হয়েছে।  প্রতিটি গ্রুপে একটি করে আই লিগ খেলা দলকে রাখা হয়েছে।

এ-গ্রুপে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে রয়েছে খিদিরপুর এসসি এবং কালীঘাট এমএস
বি-গ্রুপে সুদেভা এফসি-র সঙ্গে পিয়ারলেস ও এরিয়ান
সি-গ্রুপে ইন্ডিয়ানবি-গ্রুপে সুদেভা এফসি-র সঙ্গে পিয়ারলেস ও এরিয়ান
সি-গ্রুপে ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে সাদার্ন সমিতি এবং জর্জ টেলিগ্রাফ
ডি-গ্রুপে গোকুলাম কেরালা এফসি-র সঙ্গে বিএসএস স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাবশিল্ডের বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৩ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে দু লক্ষ টাকা।

আরও পড়ুনঃ নবরূপে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড তিলক ময়দান

IFA Shield meeting | newsfront.co

আইএফএ এবার বিশেষ সম্মান জানাবে প্রয়াত কিংবদন্তি পিকে বন্দোপাধ্যায় এবং চুনী গোস্বামীকে।খেলা শুরু হওয়ার সময় আপাতত ঠিক হয়েছে দুপুর একটায় প্রতিযোগিতার সেরা কোচকে প্রদীপ কুমার বন্দোপাধ্যায়ের নামে পুরস্কার এবং সেরা ফুটবলারকে চুনী গোস্বামী পুরস্কার দেওয়া হবে এদিন অনুষ্ঠানে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এছাড়া আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় সভাপতি অজিত বন্দোপাধ্যায় আর চেয়ারম্যান সুব্রত দত্ত।

আরও পড়ুনঃ জিতল ব্রাজিল ও আর্জেন্টিনা

সুজিত বসু আইএফকে আরও স্পনসর এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া আই এফের এদিন থিম সং প্রকাশ হয়, “ফুটবল ফুটবল… আমাদের গর্ব আইএফএ / ফুটবল ফুটবল…. আমাদের আবেগ আইএফএ / ফুটবল ফুটবল…. আমাদের স্বপ্ন আইএফএ। আইএফএ সচিব জানান, “আইএফএ আমাদের গর্ব। এত দিন থিম সং ছিল না বলে কখনই তা থাকবে না এমনটা নয়। বিভিন্ন ক্লাবের নিজেস্ব থিম সং রয়েছে। ব্যক্তিগত ভাবে মনে কি আইএফএ-র নিজস্ব থিম সং থাকাটা প্রয়োজন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here