নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে, বিধানসভা নির্বাচনে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে রাজ্যে। সংখ্যার বিচারে প্রায় লাখ ছাড়াবে বাহিনীর সংখ্যা। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।
গত লোকসভা নির্বাচনে প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল রাজ্যে। ভোট যেভাবে এগিয়েছে ধাপে ধাপে বাহিনী মোতায়েন করেছিল কমিশন। এবারও কি সেই পথেই হাঁটবে, না প্রথম থেকেই বজ্র আঁটুনির দিকে যাবে কমিশন? সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে গত বিধানসভা ভোটের চেয়ে আগামি বিধানসভা নির্বাচনে প্রায় ৩০০ কোম্পানি বাড়তে পারে বাহিনী, এমনটা জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ৩০শে জানুয়ারি ইসকনে আসছেন অমিত শাহ
তবে,এই বাহিনী মোতায়েন প্রসঙ্গে বাম নেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর প্রশ্ন, ‘বজ্র আঁটুনির ফস্কা গেরো হবে না তো?’ একদিকে কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে ভোট করাচ্ছে! আবার রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের নিরাপত্তা দিচ্ছে, সঙ্গে ভোট করাবে। এভাবেও সরব হয়েছেন তিনি। যদিও, বিজেপির শমীক ভট্টাচার্যের মত, “নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করাতে বাহিনী প্রয়োজন।“
আরও পড়ুনঃ বর্ধমানে গোষ্ঠীকোন্দলে ১৪ জনকে শোকজ করল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব
সম্প্রতি বঙ্গ সফরে আসে কমিশনের ফুল বেঞ্চ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মোটেও সন্তোষ প্রকাশ করেননি তাঁরা। কলকাতার সিপিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, “কলকাতায় এত অশান্তি কেন?” পাশাপাশি এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকেও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। সেই অসন্তোষের কারণেই কি প্রথম থেকেই আট ঘাট বেঁধেই ভোটে যাবে কমিশন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584