ওয়েব ডেস্কঃ
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সারাদেশ জুড়ে বিরোধিতা ও প্রতিবাদ আন্দোলন অব্যাহত। কোথাও আংশিক লকডাউন তো কোথাও ইন্টারনেট পরিষেবা বন্ধ, তো কোথাও অনশন শুরু। আন্তর্জাতিক মহলেও এই বিল কড়া সমালোচনার মুখে পড়েছে। ইউএস কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে মার্কিন সরকারকে। ইউ এন ও’তেও চর্চিত হয়েছে এই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। তবুও অনড় কেন্দ্র সরকার। সংসদের নিম্নকক্ষে এই বিল পাশ হওয়ার পর আজ রাজ্যসভায় বেলা দুটোর সময় পেশ হতে চলেছে সেই নাগরিকত্ব সংশোধনী বিল।
এরই মাঝে এক হাজার বিজ্ঞানী ও স্কলার এই বিলের বিরোধিতা করেছেন। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে জানা গেছে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে তাঁরা সই সম্বলিত চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে।
এই তালিকায় রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববন্দিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদরাও। যার মধ্যে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ, সিটি কলেজ অফ নিউ ইয়র্ক, আইআইটি মাদ্রাজ, টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস, সেন্টার ফর স্টাডিজ ইত্যাদি।
(ফিচার ছবি প্রতিকী ও সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584