পুলিশ হেফাজতে মৃত্যু ও নির্যাতন মানবাধিকার রক্ষার সবথেকে বড় হুমকিঃ প্রধান বিচারপতি

0
58

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দেশজুড়ে পুলিশ হেফাজতে মৃত্যু, পুলিশি বর্বরতা এগুলি এখনো রয়ে গিয়েছে সমাজে। জাতীয় লিগ্যাল এড সার্ভিসেস অথরিটির একটি অনুষ্ঠানে এই মন্তব্য দেশের প্রধান বিচারপতি এনভি রামান্নার।

N V Ramana
ছবি: সংগৃহীত

ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-এর একটি অনুষ্ঠানে এদিন যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমান্না। এই অনুষ্ঠানে তিনি বিশেষভাবে জোর দেন, পুলিশি হেফাজতে অভিযুক্তদের মৃত্যু ও তাদের ওপর অত্যাচারের অভিযোগের ঘটনার দিকে। তাঁর মন্তব্য পুলিশি হেফাজতে অত্যাচারে মৃত্যু এবং অন্যান্য পুলিশি দমন-পীড়নের ঘটনা এখনও সমাজে চলছে। সাংবিধানিক ঘোষণা এবং প্রতিশ্রুতি সত্ত্বেও এগুলি বিদ্যমান, বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, গ্রেফতার হওয়া বা আটক হওয়া ব্যক্তির জন্য সবথেকে বড় সমস্যা থানাগুলিতে কার্যকরী আইনি প্রতিনিধিত্বের অভাব।

আরও পড়ুনঃ বি-৫২ বোমারু বিমান হামলায় মৃত তালিবানের প্রায় ২০০ জঙ্গী

আইনি সহায়তার সাংবিধানিক অধিকার এবং বিনামূল্যে আইনি সহায়তা পরিষেবা সম্পর্কে বেশি করে তথ্য প্রচার করতে পারলে তবেই নিয়ন্ত্রণে আসবে পুলিশি নির্যাতন, এমনটাই এদিন উল্লেখ করেন প্রধান বিচারপতি। তাঁর পরামর্শ,এ বিষয়ে বড় পদক্ষেপ হতে পারে প্রতিটি থানা ও কারাগারে ডিসপ্লে বোর্ড এবং আউটডোর হোর্ডিং টাঙিয়ে এই আইন ও নীতি সম্পর্ক মানুষকে সচেতন করা।

আরও পড়ুনঃ খোয়াই আদালতে জামিন মঞ্জুর দেবাংশু, সুদীপ, জয়ার

এদিন একটি লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “যে আইনি সহায়তা পরিষেবা অ্যাপ, আজ উদ্বোধন করা হচ্ছে, সেটি সমস্ত আইনি পরিষেবা দেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলির কর্মীদের মোবাইল ফোনে বাধ্যতামূলক ভাবে ইনস্টল করা থাকবে যাতে দেশের যে কোনো জায়গা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আইনি সাহায্যের আবেদন জমা দেওয়া যাবে।” পুলিশি নৃশংসতার হাত থেকে মানুষ যাতে নিজেকে রক্ষা করতে পারেন সে বিষয়ে সচেতনতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here