পিয়ালী দাস,বীরভূমঃ

বিজেপি সমর্থকদের লাঠি মারলে পুলিশের জিভ ছিঁড়ে নেবো হুমকি বিজেপির বীরভূম জেলা সাধারন সম্পাদক কালোসোনা মণ্ডলের।

বিজেপি কর্মীদের উপর পুলিশ অত্যাচার করছে,এই অভিযোগ তুলে বিজেপির তরফ থেকে তারাপীঠ থানায় আজ একটি স্মারকলিপি জমা দিতে যায় বিজেপি।এই স্মারকলিপি জমা দেওয়ার নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল।

স্মারকলিপি জমা দেওয়ার আগে থানার সামনে বিজেপির তরফ থেকে একটি জমায়েত করা হয়।সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা কালোসোনা মন্ডল পুলিশের পা ভেঙে দেওয়ার এবং জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দেন।
তিনি বলেন, “বিজেপি কর্মীদের লাথি মেরে ভরে দেওয়ার কথা বলছেন কোনো এক পুলিশ অফিসার,আমি সেই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করছি,আপনি লাথি মেরে দেখুন।যদি আমি বাপের ব্যাটা হয়,তাহলে পা ভেঙে দেবো।বিজেপির কর্মীদের গালিগালাজ করলে টেনে জিভ ছিঁড়ে দেবো।”
এছাড়াও তিনি আজ ওই সমাবেশ থেকে পুলিশকে পরামর্শ দেন সংবিধান মেনে কাজ করার।
এই ঘটনার বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার শ্রী শ্যাম সিং জানান, “বিজেপি নেতার ওই মন্তব্যের বিষয়ে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে এবং তার পদ্ধতিও শুরু হয়ে গিয়েছে।”
আরও পড়ুনঃ মনিকা মাহাতো হত্যার বিচার চেয়ে আন্দোলনে কুড়মি সমাজ
বীরভূম তৃণমূলের জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন,আমরা তো বারবার বলি এ বিজেপি দলের নেতৃত্ব এবং বিজেপির কর্মীরা অত্যন্ত অসভ্য।গুন্ডা ও সন্ত্রাসের কথাবার্তাই সব সময় বলে। হুমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে কাজ করিয়ে নেওয়ার বিজেপির প্রধান উদ্দেশ্য। মানুষ দেখছে সঠিক সময়ে মানুষই আবার বিচার করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584