নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সোশ্যাল মিডিয়ায় লাগাতার সাংবাদিককে কুরুচিকর মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদহ জেলার সাংবাদিকরা। সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার পর সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুরের সাংবাদিক তনুজ জৈনকে।
বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলা এই ধরনের অপপ্রচার এবং অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে গত ১৪ মে হরিশ্চন্দ্রপুর থানায় দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত অভিযোগ করা হল পুলিশ সুপার অলোক রাজরিয়াকে। এই কথা জানালো মালদহ এবং উত্তর মালদহ প্রেসক্লাব। সংবাদকর্মীকে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন জেলার বাসিন্দারাও।
আরও পড়ুনঃ মাছের খাবার বেআইনিভাবে বিক্রির অভিযোগ, আটক ৩
এই প্রসঙ্গে মালদহ জেলা প্রেসক্লাবের সভাপতি ভাস্কর রায় জানান, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা সাংবাদিকরা জীবন ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আসছেন। মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরেছেন। এর মাঝেই এভাবে জেলার এক তরুণ সাংবাদিক কে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় আক্রমণ করা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এর নিন্দা করছি। এই ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584