ইশরাত জাহানের ভুয়ো সংঘর্ষ মামলায় বেকসুর খালাস তিন অভিযুক্ত পুলিশ কর্তা

0
58

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ইশরত জাহানের ভুয়ো সংঘর্ষ মামলায় বেকসুর খালাস পেলেন শেষ তিন অভিযুক্ত। বিশেষ সিবিআই আদালতের যুক্তি, ইশরতরা সন্ত্রাসবাদী ছিল কিনা তার যেমন প্রমাণ নেই, তেমনই তারা যে সন্ত্রাসবাদী ছিল না তারও কোন প্রমাণ পাওয়া যায়নি।

Judgement | newsfront.co
প্রতীকী চিত্র

তাছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য গুজরাত সরকারের অনুমোদন দরকার ছিল। গুজরাত প্রশাসন অনুমোদন না দেওয়ায় এ বার ভুয়ো সংঘর্ষ মামলায় আর কোনও অভিযুক্তই থাকলো না। ফলে কার্যত খারিজ হয়ে গেল ইশরাত জাহানের ভুয়ো সংঘর্ষ মামলাটি।

আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে অটো ডেবিট নিয়মে পরিবর্তন, জানাল রিজার্ভ ব্যাংক

যদিও আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারত সিবিআই। ২০১৩ সালে তারাই ভুয়ো সংঘর্ষ মামলায় ৭ পুলিশ কর্তার বিরুদ্ধে চার্জশিট দেয়। তবে এর আগে ২০১৯-এ যখন অভিযুক্ত পুলিশ কর্তাদের মুক্তি দেওয়া হয়নি, তখনও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি সিবিআই। তাই এক্ষেত্রেও আর নতুন করে সিবিআই চ্যালেঞ্জ জানাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ মায়ানমারে সেনা দিবসে ভারতের প্রতিনিধির উপস্থিতিতে উঠছে প্রশ্ন

বুধবার ভুয়ো সংঘর্ষ মামলা থেকে খালাস পাওয়া তিন পুলিশকর্তা হলেন আইপিএস অফিসার জিএল সিংঘল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা তরুণ বারোট এবং পদস্থ পুলিশ কর্তা অনাজু চৌধুরী। এর আগে গত ২০ মার্চ আদালতে মুক্তির আবেদন করেছিলেন তাঁরা। বুধবার তিন অভিযুক্ত পুলিশ কর্তাকে বেকসুর খালাস করে বিশেষ সিবিআই আদালতের বিচারক ভি আর রাভাল জানান, তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যা প্রমাণ করে ইশরত জাহান-সহ আরও যে চার জনকে হত্যা করা হয়েছিল তারা সন্ত্রাসবাদী নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here