দক্ষিণ কোরিয়া দূতাবাসের বাতিল গাড়িতে হাওয়া খেতে বেরিয়ে গ্রেফতার ৩

0
204

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দক্ষিণ কোরিয়া দূতাবাসের একটি বাতিল গাড়ি নিয়ে বৃহস্পতিবার রাতে জয়রাইডে বেরিয়েছিলেন তিন বন্ধুর সঙ্গে। অনেক জায়গাতেই দূতাবাসের গাড়ি ভেবে পুলিশ না আটকালেও গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে সন্দেহ হয় পুলিশের। শেষপর্যন্ত শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে আসল তথ্য। গ্রেফতার করা হয় বন্ধন আগরওয়াল, মনোজ আগরওয়াল ও বরুণ নামে তিন জনকে।

South korea embassy | newsfront.co
বাজেয়াপ্ত করা গাড়ি। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, দামি অডি গাড়িটা আগে কলকাতায় দক্ষিণ কোরিয়া দূতাবাসে কয়েক বছর আগে ভাড়া খাটত। কিন্তু বছর খানেক আগে অবশ্য সেই গাড়ির সঙ্গে চুক্তি বাতিল করেছে দূতাবাস। কিন্তু দূতাবাসের গাড়ির নকল নম্বরপ্লেট লাগিয়ে গাড়িটির ব্যবহার চালিয়ে যাচ্ছিলেন গাড়ির মালিক। বৃহস্পতিবার রাতেও আকন্ঠ মদ্যপান করে দক্ষিণ কলকাতার বাসিন্দা তিন বন্ধু শহর ঘুরতে বেরিয়েছিলেন।

embassy car | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে লকডাউনে কেউ অকারণ ঘুরছে কি না, তা দেখার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ নাকা চেকিং করছে পুলিশ। রাত সাড়ে বারোটা নাগাদ রাসেল স্ট্রিটে দক্ষিণ কোরিয়া দূতাবাসের গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের। অত রাতে কী প্রয়োজনে দূতাবাসের গাড়ি রাস্তায় বেরিয়েছে, তা জানতে গাড়িটিকে থামানো হয়।

আরও পড়ুনঃ রাজ্যে একসাথে বদলি ৪০জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক

গাড়ির চালক প্রথমে দূতাবাসের গাড়ি বলে পার পাওয়ার চেষ্টা করে। কিন্তু সন্দেহ হওয়ায় তিনজনকেই গাড়ি থেকে নামিয়ে পরীক্ষা করে পুলিশ। দেখা যায় প্রত্যেকেই মদ্যপ অবস্থায় রয়েছে। এত রাতে গাড়ি নিয়ে বেরোনোর কোন উপযুক্ত কারণও তারা পুলিশকে জানাতে পারেনি। তারপরই গাড়ির নম্বর প্লেট পরীক্ষা করে পুলিশ জানতে পারে, বছরখানেক আগেই এই গাড়িটির সঙ্গে চুক্তি বাতিল করেছে দক্ষিণ কোরিয়া দূতাবাস।

এরপরই তিন ব্যবসায়ীকে জালিয়াতি, প্রতারণা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সরকারি আদেশ অমান্য করার অভিযোগে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here