শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
টলিউডে অভিনয়ে একটা সুযোগ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন অনেক উঠতি শিল্পীই। সেই চাহিদাকে কাজে লাগিয়ে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছেন একজন মহিলাও।
পরিচালক রাজ চক্রবর্তী নিজেই কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বর্ণালী ঘোষ, রাজু নাথ এবং দীপম কুণ্ডু নামে তিন জনকে গ্রেফতারও করেছে কসবা থানার পুলিশ।
সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিবারে অনেক উত্থানপতন হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সপরিবারে আইসোলেশনে ছিলেন তিনি। এর মধ্যেই করোনাতেই তার বাবা মারা যান। আবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ছোট্ট যুবান এসেছে রাজ-শুভশ্রীর পরিবারে।
আরও পড়ুনঃ হাথরাসের গণধর্ষিতার ভিডিও প্রকাশ করে বিপাকে অমিত মালব্য
এই মুহূর্তে নতুন কোনও প্রজেক্টের কাজ করছেন না পরিচালক রাজ। কিন্তু সম্প্রতি শিশু শিল্পীর খোঁজে রাজ চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞাপন নজরে পড়ে সাধারণ মানুষের। ‘রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে ওই বিজ্ঞাপন নজরে পড়তেই অনেক অভিভাবকই ওই প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন।
টাকা নিয়ে একাধিক অডিশনও নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতারিত অভিভাবকরা। এর মধ্যেই পরিচালকের কাছে খবর যায়, কেউ বা কারা তাঁর নাম করেই অভিভাবকদের থেকে টাকা নিচ্ছেন। সঙ্গে সঙ্গে কসবা থানায় বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ দেওয়া সত্ত্বেও পিপিই ছাড়াই করোনা রোগীদের নিয়ে হাসপাতালে যাতায়াত অ্যাম্বুল্যান্স চালকদের
পরিচালকের দাবি, শিশুশিল্পীর খোঁজে তাঁর দেওয়া আগের একটি বিজ্ঞাপন দেখে যারা যোগাযোগ করেছিলেন, তারাই এই ধৃতেরা। নিজেরা ব্যর্থ হয়ে লোক ঠকানোর পরিকল্পনা ফেঁদে বসেন।
এরা প্রথমে রাজের নামে একটি ভুয়ো প্রোফাইল খোলেন। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনে বেশ কিছু ছবি পোস্ট করে সেই প্রোফাইলে। এরপর অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। সন্দেহ হওয়ায় সিরিয়ালটি যে চ্যানেলে সম্প্রচার হবে বলে জানিয়ে শিল্পীর খোঁজ করছিল প্রতারকরা, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এক অভিভাবক। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।
নিজের ভেরিফায়েড পেজ থেকে এই বিষয়ে সকলকে সতর্ক করে রাজ জানিয়েছেন, “আমি আগেও বলেছি, আমি ফেসবুকে কারও সঙ্গে ব্যাক্তিগত ভাবে চ্যাট করি না৷ আর, সোশ্যাল মিডিয়ায় আমার বা আমার কোম্পানির প্রত্যেকটি পেজই ভেরিফায়েড, পেজের পাশে একটি ‘ব্লু টিক’ দেওয়া আছে। আমাদের এখানে টাকার বিনিময়ে কোনওরকম কাজ করার সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র যোগ্যতা এখানে কাজ করার মাপকাঠি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584