নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘদিন স্টেট ব্যাঙ্কের ভুয়ো শাখা চলছিল তামিলনাড়ুতে। এই ব্যাঙ্কের ভুয়ো শাখা চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের মধ্যে একজনের বাবা-মা দুজনেই প্রাক্তন ব্যাঙ্ককর্মী। পানরুটি থানার ইন্সপেক্টর অম্বেথকর জানিয়েছেন, প্রতারক চক্রের প্রধান হলেন কমল বাবু।
তিনি কোনো পেশার সঙ্গেই যুক্ত নয়, কমল বাবু হলেন বেকার যুবক, যার বাবা-মা দু’জনেই প্রাক্তন ব্যাঙ্ককর্মী ছিলেন। ১০ বছর আগে তাঁর বাবা মারা যান এবং দুই বছর আগে তাঁর মা চাকরি থেকে অবসর নেন। বাকি দুই ধৃতের মধ্যে একজন প্রিন্টিং প্রেসে চাকরি করে, যেখান থেকে ব্যাঙ্কের ভুয়ো রসিদ, চালান ও অন্যান্য জাল নথি ছাপা হত এবং অপর জন রাবার স্ট্যাম্প তৈরির ব্যবসা করে।
আরও পড়ুনঃ করোনা আবহে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে আলোচনা করতে নারাজ বিজেপি
বেশ কয়েকমাস পর পানরুটিতে এক এসবিআই গ্রাহকের নজরে আসে ওই শাখা। এরপর তিনি বিষয়টি তাঁর শাখার ম্যানেজারকে জানান। খোঁজখবর নেওয়ার পর জানা যায় যে, গত তিন মাস ধরে চলছে এই ভুয়ো এসবিআই শাখা। সঙ্গে সঙ্গে বিষয়টি এসবিআই-এর আঞ্চলিক দফতরে জানানো হয়। সেখান থেকে পানরুটি এসবিআই শাখার ম্যানেজারের কাছে বার্তা যায় যে, ওই অঞ্চলে স্টেট ব্যাঙ্কের মাত্র দুটি শাখা চালু রয়েছে। তৃতীয় কোনও শাখা খোলা হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত লক্ষ্মীর স্ত্রী
এরপর স্টেট ব্যাঙ্কের ওই ভুয়ো শাখায় হানা দেন এসবিআই আধিকারিকরা। ব্যাঙ্কের ওই ভুয়ো শাখার ব্যবস্থাদি দেখে রীতিমতো তাঁরা হতবাক হন তাঁরা। দেখা গিয়েছে, আসল এসবিআই শাখার হুবহু অনুকরণে ভুয়ো শাখাটি সাজানো হয়েছে। এসবিআই আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে ভুয়ো শাখার মূলচক্রীর তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তবে সূত্রের খবর, ব্যাঙ্কের ভুয়ো শাখা চালু করলেও এখনও পর্যন্ত সেখানে কোনও লেনদেন না হওয়ায় প্রতারণার শিকার হননি কেউই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584