রাতের অন্ধকারে চলছে চাল পাচার, গ্রেফতার ৩

0
28

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

পাথরপ্রতিমার এফসিআই গোডাউন থেকে চাল নিয়ে রাতের অন্ধকারে তা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হল ৩ জনকে। গাড়ি ও চাল বাজেয়াপ্ত করেছে ঢোলাহাট থানার পুলিশ।

rice smuggling | newsfront.co
অভিযুক্ত। নিজস্ব চিত্র

ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চম -এর বাজার সংলগ্ন এলাকায় রামগঙ্গা এফসিআই গোডাউন থে‌কে বড় লরিতে করে চাল নিয়ে যাবার সময় ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে চাল পাচারের সময় তা হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। বিগত দিনে বারবার এইভাবে রাস্তার মাঝখানে চাল পাচার হত বলে গ্রামবাসীদের অভিযোগ। শেষমেষ খবর দেওয়া হয় থানায়।

আরও পড়ুনঃ গালওয়ানে সেনা মৃত্যুতে বেদনা প্রকাশ করে টুইট প্রতিরক্ষামন্ত্রীর

ঢোলাহাট থানার পুলিশ এসে গাড়ির ড্রাইভার, খালাসি এবং ক্ষুদিরাম মান্না নামে স্থানীয় একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে এই চাল পাচারের পিছনে কারা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ, বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ এর পিছনে কোন বড়োসড়ো মাথা রয়েছে। গাড়ি এবং চাল বাজেয়াপ্ত করে কাকদ্বীপ কোর্টে পাঠায় পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here