শ্যামল রায়, কালনাঃ
মঙ্গলবার লকডাউন চলাকালীন মন্তেশ্বর থানার পুলিশ বিভিন্ন বাজারে অভিযান চালায়।এদিন থানার কুসুম গ্রাম বাজারে পুলিশ অভিযান চালাতে গিয়ে মুদির দোকান থেকে বেশি দামে সামগ্রী বিক্রি করার ঘটনা হাতেনাতে ধরে ফেলে। বাজারের ৩ দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানিয়েছেন যে ধৃতদের নাম পলাশ কর, শারাফত আলী ও জামাল শেখ। প্রত্যেকের বাড়ি কুসুমগ্রামে।

ধৃতদের এদিন কালনা মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।পুলিশ আরও জানিয়েছেন যে করোনাভাইরাস বড় ভয়ঙ্কর প্রত্যেকের সচেতন হতে এবং ভীতি কাটাতে সরকারের তরফ থেকে লকডাউন চলছে। লকডাউন মেনে চলতে হবে আমাদেরকে বাঁচার তাগিদে।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে কোচবিহারের রাস্তায় বিজেপি
এর মাঝে কেউ কালোবাজারি করে মানুষকে সর্বশান্ত করার চেস্টা চালাচ্ছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের অভিযানে এলাকার ব্যবসায়ীরা ভীষণ খুশি এবং অনেকেই বলছেন অভিযান চললে সামগ্রীর দাম বাড়বে না। পুলিশ আরো জানিয়ে দিয়েছেন যে কোন রকম অভিযোগ পেলেই যেন জানানো হয় তাদেরকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584