মোহনা বিশ্বাস, কলকাতাঃ
কলকাতায় এসটিএফের জালে ধরা পড়ল ৩ সন্দেহভাজন। রবিবার জেএমবি জঙ্গি সন্দেহে তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের নাম নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, রবিউল ইসলাম, মিকাইল খান ওরফে শেখ সাব্বির।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়েছে। এই নথিগুলি থেকে জনা গেছে যে বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অংশ এই তিনজন। ধৃতরা ফেরিওয়ালা হিসাবে বেশ কয়েকমাস ধরে কাজ করছিল। এরপরই কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়ে এই ৩ জন।
জানা গিয়েছে, কলকাতার ঠাকুরপুকুর এলাকায় ঘাঁটি গেড়েছিল তারা। সেখানে রয়েছে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। ওই হাসপাতালে তাদের পরিজন ভর্তি রয়েছে। এই বলে ওই এলাকায় থাকছিল তারা।
আরও পড়ুনঃ পুলিশ কর্তার মেয়ের ছবিসহ ইন্টারনেটে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে
গোপনসূত্রে খবর পেয়ে রবিবাসরীয় দুপুরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স অভিযান চালায় ওই এলাকায়। রবিবার দুপুর দুটো নাগাদ দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানা এলাকার মহাত্মা গান্ধী রোডের ওপর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584